রাজ্যের যে কোনও জায়গা থেকেই করা যাবে রেশন-আধার সংযুক্তিকরণ।
রাজ্যের যে কোনও জায়গা থেকেই করা যাবে রেশন-আধার সংযুক্তিকরণ। ঠিকানা যেখানেরই হোক না কেন লিঙ্ক করা যাবে যে কোনও প্রান্ত থেকেই। এমনই এক নতুন নির্দেশিকা জারি করল রাজ্য। ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে। নয়তো পাওয়া যাবে না রেশন। তবে, এবার থেকে সেই সংযুক্তিকরণ বা লিঙ্কের জন্য জন্য যেতে হবে না নিজের জেলায়। পশ্চিমবঙ্গের যে কোনও জায়গা থেকেই এই কাজ করাতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহক। বাংলায় প্রায় ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কারৃড লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ গ্রাহক। জানা গিয়েছে, ত্রুটি, মৃত্যু এবং কার্ড ব্যবহার না করায় প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এদিকে দেশজুড়ে ‘ওয়ান নেশন, ওয়ান রেশন’ চালু হয়েছে। দেশের যে কোনও রাজ্যের গ্রাহক, তাঁর রেশন কার্ড থেকে অন্য রাজ্য থেকেও রেশন তুলতে পারবেন। এরাজ্যেও চালু হয়েছে এই প্রকল্প। দেশ জুড়ে এই ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এবার এই কার্ড সংযুক্তিকরণের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য।