রাজ্যের সমস্ত পানশালায় বাধ্যতামূলক করা হল সিসি ক্যামেরা
রাজ্যের বিভিন্ন প্রান্তে পানশালা গুলি নিয়ে অভিযোগ আসছে পুলিশের কাছে। কোভিড বিধি ভেঙে চলছে দেদার মদ্যপান, হইহুল্লোড়। অধিকাংশ পানশালার ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হচ্ছে। রাজ্যের তরফে পানশালাগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের সমস্ত পানশালায় বাধ্যতামূলক করা হল সিসি ক্যামেরা। পানশালার সিসি ক্যামেরার রিয়েল টাইম অ্যাক্সেস থাকবে আবগারি দপ্তরের হাতে। আবগারি দপ্তরের আধিকারিকরা এবার থেকে অফিসে বসেই নজরদারি চালাতে পারবেন। সমস্ত ফুটেজ দেখতে পাবেন আবগারি দপ্তরের আধিকারিকরা। সিসি ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে হবে ফুল এইচডি রেজলিউশনে। শুধু ভিডিও থাকলেই হবে না, সঙ্গে রেকর্ড করতে হবে অডিও। দু’ সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত পানশালায় চালু করতে হবে সিসি ক্যামেরার নজরদারি। প্রসঙ্গত, আইনশৃঙ্খলা বজায় রাখতেই কড়া নির্দেশ জারি করল আবগারি দপ্তর। কোভিড বিধি লঙ্ঘন করেই শহরের অধিকাংশ পানশালায় চলছে পার্টি। পার্কস্ট্রিট এবং ভবানীপুর অঞ্চলে কয়েকটি পানশালায় পুলিশ অভিযানও চালায়। গ্রেপ্তারও করা হয় অনেককে। তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম ভাঙা হচ্ছিল। তাই পানশালা গুলির ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হল রাজ্যের তরফে।
উল্লেখ্য, পানশালায় সিসিক্যামেরাগুলি কোথায় বসাতে হবে তাও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়। বার কউন্টার, পানশালায় প্রবেশের পথে ও বেরনোর পথে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। ৩০ দিন পর্যন্ত ক্যামেরার ডেটা স্টোর করে রাখতে হবে। ক্যামেরা চালু রাখতে হবে বারে খোলার একঘণ্টা আগে থেকে ভোর চারটে পর্যন্ত।