রাজ্যে নতুন আক্রান্ত ১২ হাজারের কাছাকাছি, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা, মৃত ৫৬
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, নতুন সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ৯৪৮। এর মধ্যে কলকাতা (২,৬৪৬) এবং উত্তর ২৪ পরগনা (২,৩৭২) শীর্ষ স্থানে। রাজ্যের বাকি জেলাগুলিতে করোনা সংক্রমণের চিত্র— হাওড়া (৬৭১) এবং হুগলি (৫৭৮), দার্জিলিং (৩১৮), জলপাই গুগুড়ি (১৮২), জলপাইগুড়ি (১৮২), উত্তর দিনাজপুর (১৬৭), দক্ষিণ দিনাজপুর (৬২), মালদহ (৪৬৭), মুর্শিদাবাদ (৪৫৯), নদিয়া (৪৫৫), বীরভূম (৬২৪), পুরুলিয়া (৩৭৬), বাঁকুড়া (২০৫), পশ্চিম মেদিনীপুর (১১০), পূর্ব মেদিনীপুর (৩৪৭), পূর্ব বর্ধমান (৩৭২), পশ্চিম বর্ধমান (৫৯৬)। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯০৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৫৬ জনের। এর মধ্যে কলকাতায় ১৪ এবং উত্তর ২৪ পরগনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। হাওড়া এবং হুগলিতে ৪ জন করে রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে করোনায় প্রাণ হারালেন ১০ হাজার ৭৬৬ জন। বুধবার মারা গিয়েছিলেন ৫৮ জন।