মঙ্গলবার রাজ্যে ৯,৮১৯ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে
করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হল পশ্চিমবঙ্গে। মঙ্গলবার একদিনে করোনা সংক্রমন হোল ৯,৮১৯ জনের। সুস্থতার সংখ্যা কিছুটা বাড়লেও সংক্রমণ বৃদ্ধির তুলনায় তা নগন্য। দৈনিক মৃত্যু বেড়ে হল ৪৬।
মঙ্গলবার রাজ্যে ৯,৮১৯ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৭৮,১৭২। সুস্থ হয়েছে ৪,৮০৫ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৬৫২। সুস্থতার হার নেমেছে ৯০ শতাংশের নীচে।
এদিন আক্রান্তদের মধ্যে ২,২৩৪ জন কলকাতার। ১,৯০২ জন উত্তর ২৪ পরগনার।
গত ২৪ ঘণ্টায় ৪৬ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৫ এবং কলকাতায় ১৩ জন মারা গিয়েছেন। মালদহে ৪, পশ্চিম বর্ধমান, হাওড়া, এবং হুগলিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, দার্জিলিং, কালিম্পিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ১ জন করে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৬৫২ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
মঙ্গলবার রাজ্যে ৫০,০০০-এর বেশি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৬.৮৫ শতাংশ পজিটিভ।