রাজ্য থেকেই দূরে সরিয়ে দেওয়া হল সাংসদ দিলীপ ঘোষকে।
বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিজেপি–র সভাপতি পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। তাঁর পরেও তাঁকে নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য নেতৃত্বের মধ্যে। এবার রাজ্য থেকেই দূরে সরিয়ে দেওয়া হল সাংসদ দিলীপ ঘোষকে। যদিও পাশাপাশি দেওয়া হল বাড়তি দায়িত্ব। তাই এটা শাস্তি নাকি পুরস্কার, সেই নিয়ে ধন্দ তৈরি হয়েছে বিজেপি–র অন্দরেই।
২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে। সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, আন্দামান, মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিলীপকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
২০২১ সালের সেপ্টেম্বরে দিলীপকে বিজেপি–র সর্বভারতীয় সভাপতি করা হয়। যদিও তার পর থেকে তাঁকে সেভাবে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। তখন থেকেই কানাঘুষো শুরু। এর পর রাজ্য নেতৃত্বের সঙ্গে ক্রমাগতই দূরত্ব বাড়তে থাকে। বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন খড়্গপুরের সাংসদ। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও মাঝেমধ্যেই কটাক্ষ করেন প্রকাশ্যে।