+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাজ্য সরকারের উচিত এবার নিজেদের আয় বাড়ানোর দিকে মন দেওয়া।বললেন অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা - August 29, 2021 3:41 pm - রাজ্য

রাজ্য সরকারের উচিত এবার নিজেদের আয় বাড়ানোর দিকে মন দেওয়া।বললেন অধীর চৌধুরী

চিত্র সৌজন্যে: DNA India

পশ্চিমবঙ্গ সরকারের নতুন চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রশংসা করে রবিবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, রাজ্য সরকারের উচিত এবার নিজেদের আয় বাড়ানোর দিকে মন দেওয়া।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধীর চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গে যে হারে দারিদ্রতা বাড়ছে সেদিকে লক্ষ্য রেখে আমরা বহুদিন আগেই দাবি করেছি দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদেরকে প্রত্যেক মাসে ৬৯০০ টাকা করে দেওয়ার জন্য। ‘ন্যায়’ প্রকল্পের অংশ হিসেবে কংগ্রেসের এই দাবি বহুদিন আগেই করে এসেছে।’

‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করার জন্য রাজ্য সরকারের এই প্রকল্প প্রশংসা করে অধীর বাবু বলেন, ‘আমি খুশি রাজ্য সরকার মানুষকে ৫০০-১০০০ টাকা করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে দিচ্ছে। কিন্তু রাজ্য সরকারের নজরে রাখা উচিত এই কাজ করতে গিয়ে যাতে স্কুল ভবন নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, বিধবা ভাতার টাকা প্রদান বা স্বাস্থ্য সাথীর প্রিমিয়ামের টাকা প্রদানের কাজ যাতে আটকে না যায়।’

অধীর বাবু বলেন, ‘সাধারণ মানুষের যেমন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দরকার তেমনই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার দরকার। সরকারের যদি আয় না বাড়ে তাহলে হয়তো এমন একদিন আসবে যখন লক্ষ্মী থাকবে, ভাণ্ডার থাকবে কিন্তু তাতে অর্থ থাকবে না। শুধুই প্যাঁচার কিচকিচ আওয়াজ বাড়বে।’

অধীর বাবু আরও বলেন, ‘রাজ্য সরকারের রোজগার বাড়ানোর কি পথ খোলা রয়েছে তা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। কিন্তু রাজ্য সরকার যদি রোজগার না বাড়িয়ে শুধুই দান করতে শুরু করে তাহলে এক খাতের টাকা অন্য খাতে ব্যয় হতে শুরু করবে। রাজ্যের উন্নয়ন থমকে যেতে পারে তখন।’ মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে অধীর চৌধুরী বলেন, ‘দিদি আপনি সবই করুন, কিন্তু তার আগে রাজ্য সরকারের রোজগার বাড়ান।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube