+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি, শিলা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা - March 14, 2023 11:19 am - রাজ্য

রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি, শিলা বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে দানা বাঁধতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে জোলো হাওয়া ঢুকতে শুরু করেছে। এর প্রভাবে বুধবার থেকে আগামী রবি, সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি, শিলা বৃষ্টির সম্ভাবনা গড়ে উঠেছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার এবং বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং–সহ সংলগ্ন ৫ জেলায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে। কলকাতায় ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র থেকে রবিবারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এবার গোটা শীত বৃষ্টিহীন কেটেছে। বসন্তের শুরুতেও হাওয়া ছিল শুষ্ক। তাতে মার্চের শুরুতেও ত্বক হয়েছে রুক্ষ। তাপমাত্রাও তেমন চড়তে পারেনি। সোমবার থেকে কিন্তু হাওয়া বদল শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছুটা হলেও চড়ে গেছে পারদ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্যান্যবার শীত বিদায়ের পর পরই দখিনা বাতাস বইতে শুরু করলেও এবার কিছুটা দেরি হয়েছে। তার কারণে বসন্তের শুরুতে তাপমাত্রা ছিল সহনীয়। আর্দ্রতা কম থাকায় ঘামও হয়নি। কয়েকদিন আগে উত্তর ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা দানা বাঁধে। তারপরই ওই অঞ্চলে পরিস্থিতি বদল হতে শুরু করে। বসন্তে বইতে শুরু করে উত্তুরে হাওয়া। সেই হাওয়া বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে এসে পৌঁছতেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনার প্রক্রিয়া শুরু হয়।
আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণাবর্তটি দানা বাঁধার আগেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। মঙ্গল এবং বুধবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। হতে পারে শিলাবৃষ্টিও। বৃহস্পতি থেকে রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সেদিন বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও সংলগ্ন অঞ্চলে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র থেকে রবিবারে। এর মধ্যে একদিন বেশি বৃষ্টি হতে পারে। বুধ থেকে শুক্রবার বৃষ্টির সঙ্গী হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়। শনি, রবিবারে যা বেড়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড়–বৃষ্টিতে শস্যের এবং নড়বড়ে কাঠামোর ক্ষতি হতে পারে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে গাছ, নড়বড়ে কাঠামো বা বাড়ির নীচে না দাঁড়ানোই ভাল। ‌‌


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube