রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশই কমছে
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশই কমছে। সুস্থতার হার অনেকটাই বেশি। দু একটা জেলা বাদ দিলে বাকি সব জেলায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে।বৃহস্পতিবার রাজ্যে স্বাস্থ্য দফতরের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী এই তথ্যই সামনে এসেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৮৭ জন। অর্থাৎ গতকালের তুলনায় এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় ৯২১ জন বেড়েছে। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৩ জন। উল্লেখযোগ্য বিষয়, এদিন পর্যন্ত রাজ্যে ১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে এদিনের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, করোনায় পজিটিভিটি রেট ৫.৪২ শতাংশে নেমে এসেছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩ জন। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী জেলাভিত্তিক করোনা সংক্রমণের সংখ্যাও এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় গতকালের তুলনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। কলকাতায় এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। গতকাল এই আক্রান্তের সংখ্যাই ছিল ৩৭৭ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও আক্রান্তের সংখ্যা ৪৩১ জন। গতকাল এই আক্রান্তের সংখ্যাই ছিল ৪৩৫ জন। তবে এই দুই জেলার তুলনায় দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম।গত দুদিন ধরে এখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯২ জন। জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যার নিরিখে পুরুলিয়ার অবস্থা অনেকটাই ভালো।এদিন পুরুলিয়ায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন।সব জেলার মধ্যে কম। পাশাপাশি আলিপুরদুয়ারের যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৩ জন, সেটি এক ধাক্কায় নেমে এসে দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ জনে।