+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না

নিজস্ব সংবাদদাতা - February 9, 2022 10:19 am - রাজ্য

আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না

মৃত্যুর সংখ্যা উদ্বেগে রাখছে। আক্রান্তের সংখ্যা কমলেও কেন মৃত্যুর সংখ্যা কমছে না, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে পরিসংখ্যান দিল, তাতে দেখা গেল, গত এক দিনে রাজ্যে নতুন করে আক্রান্ত ৭৩৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৬৪১। তার থেকে অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। গতকালের থেকে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৮৫৫। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.‌১৬ শতাংশ। মৃত্যুর হার ১.‌০৪ শতাংশ। এদিন ৩৯ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গতকালের থেকে অনেকটাই বেশি। সংক্রমণের হার তাই রাজ্যে এখন অনেকটাই কম। ১.‌৮৭ শতাংশ। সোমবার ছিল ২.৫৯ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। গত এক দিনে সেখানে আক্রান্ত ১০৮ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে ৯৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগণায় গত এক দিনে আক্রান্ত ৫৪ জন। বাকি সব জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০–এর কম।
গত এক দিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩২ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ২৯। মৃত্যুর নিরিখে জেলায় সবার ওপরে পশ্চিম বর্ধমান। গত এক দিনে সেখানে মারা গিয়েছেন ন’‌ জন। কলকাতায় মারা গিয়েছেন গত এক দিনে পাঁচ জন। বাঁকুড়ায়ও ওই সংখ্যক মানুষই কোভিডে মারা গিয়েছেন। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন চার জন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube