এক দিনে রাজ্যে নতুন করে আক্রান্ত ১৭, ৮৮৩ জন।
রাজ্যে কিছুটা হলেও কমল দৈনিক সংক্রমণ। এদিন তা ১৮ হাজারের নীচে নামল। তাই কিছুটা স্বস্তিতে প্রশাসন থেকে চিকিৎসক। কিন্তু মৃত্যু সেভাবে কমছে না। গত ২৪ ঘণ্টায় সেই দেড়শোর বেশি মানুষ মারা গেলেন রাজ্যে।
সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বুলেটিন প্রকাশ করল। তাতে দেখা গেল গত এক দিনে রাজ্যে নতুন করে আক্রান্ত ১৭, ৮৮৩ জন। রবিবার এই সংখ্যাটি ছিল ১৮, ৪২২ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৮৪ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৮৮.৮৬ শতাংশ। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫। আশার কথা, আগের দিনের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা ১,৯৪০ কমেছে।
সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বুলেটিন প্রকাশ করল। তাতে দেখা গেল গত এক দিনে রাজ্যে নতুন করে আক্রান্ত ১৭, ৮৮৩ জন। রবিবার এই সংখ্যাটি ছিল ১৮, ৪২২ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৮৪ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৮৮.৮৬ শতাংশ। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫। আশার কথা, আগের দিনের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা ১,৯৪০ কমেছে।
শেষ এক দিনে রাজ্যে ৬৬ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার এই রাজ্যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ১০.৭৪ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত ১ দিনে ৩ হাজার ১২১ জন।
তবে মৃত্যু নিয়ে আশঙ্কা বাড়ছে। শেষ একদিনে রাজ্যে মারা গিয়েছেন ১৫৩ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ১৫৬। শেষ ২৪ ঘণ্টায় সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনায়। ৪৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে সেখানে। কলকাতায় ওই একই সময়ে মারা গিয়েছেন ৩৫ জন। জলপাইগুড়িতে মারা গিয়েছেন ১০ জন। বাকি জেলায় মৃতের সংখ্যা এক অঙ্কের। পূর্ব বর্ধমান, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, ঝাড়গ্রাম, কুচবিহারে গত এক দিনে কোভিডে কারও মৃত্যু হয়নি।