+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণ। কমছে মৃত্যুও। বাড়ছে সুস্থতার হার।

নিজস্ব সংবাদদাতা - June 16, 2021 8:26 am - রাজ্য

রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণ। কমছে মৃত্যুও। বাড়ছে সুস্থতার হার।

রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণ। কমছে মৃত্যুও। বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে উঠেছেন ২ হাজার ৬৮ জন। ফলে এ রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগণায়। একদিনে আক্রান্ত ৪৬৫ জন। এরপরেই রয়েছে কলকাতা। সেখানে ৩৭০ জন আক্রান্ত। দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর–সহ একাধিক জেলায় শতাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ির দৈনিক সংক্রমণ চিন্তা বাড়িয়েছে। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জন।  মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ লক্ষের বেশি হলেও রাজ্যের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অনেকটাই কম। এদিনের রিপোর্ট বলছে, বাংলায় অ্যাকটিভ কোভিড রোগীর ২০ হাজার ৪৫ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা ১ হাজার ১২৫ জন বেশি। রাজ্যে করোনামুক্ত রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৮ জন। মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৩০ হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। যাঁদের মধ্যে ২৩ জন উত্তর ২৪ পরগণার বাসিন্দা। কলকাতায় ২১ জন করোনায় মারা গেছেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube