পরিস্থিতি বিচার করে তাই শিথিল হল বিধিনিষেধ। তবে ১৫ জুলাই পর্যন্ত কার্যত লকডাউনই থাকবে বাংলায়।
রাজ্যে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার জনের কম। কোভিডে মারা গিয়েছেন ২৯ জন। পরিস্থিতি বিচার করে তাই শিথিল হল বিধিনিষেধ। তবে ১৫ জুলাই পর্যন্ত কার্যত লকডাউনই থাকবে বাংলায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে ঘোষণা করলেন, ঠিক কী কী খোলা থাকবে ১ জুলাই থেকে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে মাছ ও সবজি বাজার, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকান, সরকারি বা বেসরকারি বাস চলাচল করবে। তবে মোট আসন ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নেওয়া যাবে, মেট্রো, লোকাল ট্রেন এখনও বন্ধই থাকবে, সকাল ১১টা থেকে সন্ধে ৬টা— ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে। তবে ৫০ শতাংশের বেশি গ্রাহক ঢুকতে পারবেন না, জিম, শরীরচর্চা কেন্দ্রও এবার খুলবে। তবে একবারে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন, বেসরকারি অফিসে এতদিন ২৫ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারতেন। এখন তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে, সরকারি অফিস ১০টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকবে। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা অফিসকে করতে হবে, বিয়ে সহ সব অনুষ্ঠান বাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি থাকতে পারবেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না,রাত ৯টা থেকে ভোর ৫ পর্যন্ত কারফিউ থাকছে।