+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সারদার পর কি রাজ্যের বাইরে যাচ্ছে নারদ তদন্তও?

নিজস্ব সংবাদদাতা - May 18, 2021 9:36 am - কলকাতা

সারদার পর কি রাজ্যের বাইরে যাচ্ছে নারদ তদন্তও?

সোমবার ফিরহাদ-সুব্রতদের জামিনের পর এমনই সম্ভাবনা মাথাচাড়া দিল সিবিআইয়ের আবেদনে। জামিন চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে তদন্তকারী সংস্থার তরফে নারদতদন্ত অন্য রাজ্যে সরানোর আবেদন জানানো হয়েছে। সিবিআইয়ের যুক্তি, এরকম ঢিলেঢালা আইনশৃঙ্খলা ব্যবস্থা ও বিক্ষোভের মাঝে তদন্ত চালানো অসম্ভব।

সোমবার সন্ধ্যায় দায়ের আবেদন শুনানির জন্য রাতেই গ্রহণ করে আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি চলছে। সিবিআইয়ের আবেদন মেনে নিলে ভিনরাজ্যে চলে যেতে পারে নারদা তদন্ত।

আদালতকে সিবিআই জানিয়েছে, হাইকোর্টের নির্দেশেই নারদকাণ্ডের তদন্ত চালাচ্ছে তারা। কিন্তু যে ভাবে তদন্ত প্রক্রিয়ার মধ্যে তাদের দফতরে বিক্ষোভ আছড়ে পড়ছে তাতে তারা শঙ্কিত। এভাবে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সিবিআইয়ের পক্ষে। অবাধ তদন্তের স্বার্থে ভিনরাজ্য থেকে তদন্তপ্রক্রিয়া চালানোর অনুমতি দেওয়া হোক। এর আগে একই কারণে সারদা তদন্ত ওড়িশায় নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত

সোমবার সকালে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। তাদের কলকাতায় সিবিআইয়ের সদর দফতর নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। এর পর নিজাম প্যালেসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে সমর্থকরা। নিজাম প্যালেসের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট ছোড়ে তারা। সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অভিযুত্তদের আদালতে নিয়ে যেতে পারেনি সিবিআই।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube