রাজ্যের করোনা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক নয়।
দৈনিক সুস্থতার হার বাড়লেও এখনও সমস্যা রয়ে যাচ্ছে পজিটিভিটি রেটে। সঙ্গে ভয় দেখাচ্ছে মৃত্যুও। রাজ্যের করোনা বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ১৫৪।
বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমণ হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০২ জন। সংক্রমণের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি সেদিক থেকে ইতিবাচক হলেও পজিটিভিটি রেট এখনও ভয়ের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ১০.৫৩ শতাংশ যা এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭০ হাজার ১৯টি করোনা টেস্ট হয়েছিল । যার মধ্যে ১৮ হাজার ৮৬৩ জনের নমুনা পজিটিভ। ফলত, পজিটিভিটি রেট ১০.৫৩ শতাংশ। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হার ৮৮.৩২ শতাংশ।
অন্তত ৫ শতাংশের নীচে না নামলে দুশ্চিন্তামুক্ত হওয়ার কোনও প্রশ্নই। সবথেকে বেশি দুশ্চিন্তা উত্তর ২৪ পরগনাকে নিয়ে। তার পেছনেই আছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৩ হাজার ৮৭৬ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। কলকাতায় সংক্রমিত ৩ হাজার ২৮০ এবং মৃত ৪১।