রাজ্যে উদ্বেগজনকভাবে বৃহস্পতিবার আরও বাড়ল সংক্রমণ
উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২,৭৮৩। বুধবারের পর এদিনও রাজ্যে করোনায় প্রাণ গিয়েছে ৭ জনের। ১৬,০০০ পার করেছে অ্যাকটিভভ কেসের সংখ্যা।
এদিন আক্রান্তদের মধ্যে ৭১৬ জন কলকাতার। ৫৯৫ জন উত্তর ২৪ পরগনার। ২২১ জন হাওড়ার, ১৬৭ জন দক্ষিণ ২৪ পরগনার ও ১৪৮ জন পশ্চিম বর্ধমানের। এদিন রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৬,০২,৮০৭।
বৃহস্পতিবার রাজ্যে মোট সুস্থ হয়েছেন, ৯৫৭ জন। তার মধ্যে ২৮৩ জন কলকাতার। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৬,৩২৮। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। ফলে রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৩৭০। রাজ্যে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১০৯। সুস্থতার হার কমে হয়েছে ৯৫.৬১ শতাংশ।