+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাষ্ট্রপতির কথায় উঠে এল দারিদ্র্য মুক্ত ভারত, আত্মনির্ভর দেশের কথা।

নিজস্ব সংবাদদাতা - January 31, 2023 12:51 pm - দেশ

রাষ্ট্রপতির কথায় উঠে এল দারিদ্র্য মুক্ত ভারত, আত্মনির্ভর দেশের কথা।

সংসদের যৌথ কক্ষের ভাষণে বক্তব্য রাখলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকলের নজর ছিলই রাষ্ট্রপতির ভাষণের দিকে, কোন কোন তথ্য তিনি তুলে ধরেন, কি বার্তা দেন। রাষ্ট্রপতির কথায় উঠে এল দারিদ্র্য মুক্ত ভারত, আত্মনির্ভর দেশের কথা। দ্রৌপদী মুর্মুর বক্তব্যের আগে প্রাক অধিবেশন বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কাল বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে মোদি বার্তা দিলেন, শুধু ভারত নয়, বর্তমান পরিস্থিতিতে গোটা দেশ তাকিয়ে আছে ভারতের বাজেটের দিকে। কাল প্রক্সাহিত হবে মোদি সরকারের আরও এক বাজেট। তারপরেই তিনি বলেন, দেশের বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে।

আজ সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কেমন ভারতের স্বপ্ন দেখেন, আজ নিজের বার্তাতেই সেকথা বললেন রাষ্ট্রপতি। বক্তব্যে বলেন, তিনি এমন ভারত চান, যেখানে সমৃদ্ধ হবে মধ্যবিত্ত শ্রেণি। দেশ এবং সমাজকে পথ দেখানোর জন্য যুব এবং মহিলারা সামনের সারিতে এগিয়ে আসবে এবং এমন ভারত যেখানে দারিদ্য থাকবে না। ২০৪৭ সালের মধ্যে গড়ে তুলতে হবে আত্মনির্ভর ভারত। যেখানে আধুনিকতার সঙ্গে যুক্ত থাকবে অতীতের ঐতিহ্য। রাষ্ট্রপতির বক্তব্যে মোদি সরকারের প্রশংসা শোনা গিয়েছে আজ। তিনি বলেন এই সরকারের গত কয়েক বছরের সময়কালে দেশ বহু পরিবর্তনের সম্মুখীন হয়েছে, দেশ আত্মবিশ্বাসের দিকে এগিয়েছে কয়েক কদম। ভারত আজ সমাধান দিচ্ছে বিশ্বকে। ভারতের ডিজিটাল নেটওয়ার্ক থেকে প্রেরণা নিচ্ছে বাকি উন্নয়নশীল দেশগুলি। বিশ্ব অর্থনীতিতে দেশ এখন পঞ্চমে, সেই বার্তাও আজ দিয়েছেন রাষ্ট্রপতি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube