আজ রাতেই আদালতে পেশ করা হতে পারে অনুব্রতকে: সূত্র
দিল্লি নিয়ে যাওয়ার পরই অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ অনুব্রত বিমানে দিল্লি পৌঁছেছেন। সেখান থেকে তাঁকে সরাসরি ইডি-র সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনও সময় নষ্ট করতে চায় না তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই তাঁকে আদালতে পেশ করা হবে। অনুব্রতর আইনজীবীকে জানানো হয়েছে, রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জরুরি ভিত্তিতে হবে অনুব্রতর মামলার শুনানি। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি বা ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানি হবে বলে জানা গিয়েছে।