+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাত পোহালেই ভোট ৪ পুরসভায়।

নিজস্ব সংবাদদাতা - February 11, 2022 11:34 am - রাজ্য

রাত পোহালেই ভোট ৪ পুরসভায়।

আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা। আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং চন্দননগরে চলছে নাকা চেকিং এবং রুট মার্চ। রাত পোহালেই ভোট ৪ পুরসভায়। চার পুরনিগমের মধ্যে বিধাননগরের দিকে বিশেষ নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। সেই কারণেই বিধাননগরের প্রতিটি প্রবেশ পথে চলছে কড়া নাকা চেকিং। বিধাননগরে প্রবেশ করতে চাওয়া যেকোনও গাড়ি তা যাত্রীবাহী হোক অথবা পণ্যবাহী সকল গাড়িকেই তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের বিধাননগরে প্রবেশের কারণও জানতে চাওয়া হচ্ছে। যুক্তিপূর্ণ কারণ থাকলে তবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও গাড়ির নম্বরপ্লেট সহ গাড়ি চালকের ছবি তুলে রাখা হচ্ছে এখানে। এদিকে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করার দায়িত্ব বর্তেছে রাজ্য নির্বাচন কমিশনের উপরেই। পরিস্থিতি বিচার করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে কমিশনই। বিধাননগর পুর নিগমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দায়ের হওয়া মামলার নির্দেশে বৃহস্পতিবার এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে গোটা বিষয় নিয়ে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, বিধাননগরের পরিস্থিতি নিয়ে পূঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে বৈঠকে। সবদিক বিবেচনা করে রাজ্য পুলিশ দিয়েই বিধাননগরে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে বাহিনী আরও বাড়ানো হবে। পাশাপাশি অফিসার পদমর্যাদার আধিকারিকদের বেশি করে নিযুক্ত করা হবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube