আরজি কর কাণ্ডে আরও গভীরভাবে পরীক্ষা করতে চায় সিবিআই।
আরজি কর কাণ্ডে আরও গভীরভাবে পরীক্ষা করতে চায় সিবিআই। ধৃত সিভিক পুলিশের সঙ্গে আরও কথা বলতে চায় সিবিআই কর্তারা। তাই এবার ধৃতের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করবে সিবিআই। দিল্লি থেকে তার জন্য বিশেষ দল এসেছে কলকাতায়। শনিবার রাতেই ওই দল কলকাতায় পৌঁছেছে। ধৃতের আচরণ খুঁটিয়ে পরীক্ষা করবেন বিশেষজ্ঞেরা। তিনি যে বয়ান দিচ্ছেন, তা সঠিক কি না, কোনও তথ্য তিনি গোপন করছেন কি না, তাঁর আচরণে কোনও অসঙ্গতি রয়েছে কি না, পর্যবেক্ষণ করা হবে।
সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে মনস্তত্ত্ব এবং আচরণ বিশেষজ্ঞদের একটি দল শনিবার কলকাতায় এসেছে। আরজি কর-কাণ্ডে ধৃতের বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করবেন সিএফএসএল আধিকারিকেরা। সেই রিপোর্ট জমা দেবেন সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী তদন্ত এগোবে। তদন্তের অগ্রগতির জন্য সিএফএসএল-এর এই রিপোর্ট জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জনকেই গ্রেফতার করা হয়েছে। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের হাত থেকে সেই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে তারা। ইতিমধ্যে অভিযুক্তকে নিয়ে আরজি কর হাসপাতালে গিয়েছিল সিবিআই। ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশে তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার দিন সেমিনার হলের দিকে তাঁকে ঢুকতে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে। পরে পুলিশ জানায়, অপরাধের কথা জেরার মুখে তিনি স্বীকার করেছে সে।