হাওড়ার ব্যাঁটরা থানার উদ্যোগে রোড সেফটি উইক পালন
সেপ্টেম্বর এর এক থেকে সাত তারিখ পর্যন্ত এ রাজ্যে রোড সেফটি উইক পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে । ব্যাঁটরা থানার পক্ষ থেকে সেপ্টেম্বর এর ৩ তারিখ এই অনুষ্ঠানটি করা হলো । এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনার এর তরফে ডেপুটি কমিশনার সেন্ট্রাল আই পি এস কে কান্নান । অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ২ রাম কুমার মন্ডল , আই সি দাসনগর টি জি ও ও সি ব্যাঁটরা দেবব্রত মুখার্জী । এ কে কান্নান বলেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার বার্তা ট্রাফিক আইন মেনে চলবেন । মোটর সাইকেল চালাবার সময় হেলমেট পরবেন । চারচাকা গাড়ি চালাবার সময় সিটবেল্ট অবশ্যই লাগাবেন । দুজনের বেশি মোটর সাইকেল এ চেপে যাওয়া যাবে না । নেশা করে গাড়ি চালানো যাবে না ।
ব্যাঁটরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত মুখার্জী বলেন আমরা সারাবছরই সচেতনতামূলক কাজ থানার পক্ষ থেকে করে থাকি । আর রোড সেফটি উইক এর মাধ্যমে মানুষ যাতে আরো সচেতন হন তাই আমরা থানা এলাকায় সচেতনতামূলক শোভাযাত্রা করলাম । এখানে থানার কর্মীবৃন্দই অংশগ্রহণ করেন । পথ চলতি রাস্তার সাধারণ মানুষও অনুষ্ঠান দেখে সাধুবাদ জানান ।