রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত।
সোমবার পঞ্চম দফার ভোট। রাজ্যের সাত লোকসভা আসনে রয়েছে ভোটগ্রহণ। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
এরই মধ্যে শনি ও রবিবার রাজ্যের সাত জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত। শনি ও রবিবার গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় গরম ও অস্বস্তি থাকবে। রবিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার ভোটের দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারেও ভিজতে পারে বাংলা। এদিকে, উত্তরবঙ্গের মালদা ও ও দুই দিনাজপুরে শনি ও রবিবার তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তীব্র গরমের আশঙ্কা। রবিবার বিকেলের পর থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমবে পরিমাণ। শনিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।