+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রক্তে রক

নিজস্ব সংবাদদাতা - May 4, 2022 10:00 am - কোথায় কি হচ্ছে!

রক্তে রক

আগামী ৮ মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। ওইদিনটা সেলিব্রেট করার জন্য এবং যুবসমাজকে আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসার জন্য ব্লাডমেটসের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটা অভিনব উদ্যোগ— যার নাম ‘‌রক্তে রক’‌।
সকালে রক্তদান, বিকেলে ভেনু মাস ফ্যান ট্রিবিউট এবং বাস্কিং। সন্ধে ছ’‌টা থেকে ফসিলসের মেগা কনসার্ট।
কেন অভিনব উদ্যোগ:‌ ১) রক্তদাতার সংখ্যা:‌‌ আনুমানিক ১০০০ জন রক্তদাতা রক্তদান করবেন। গ্রীষ্মকালীন রক্তসংকটে যা খুব বেশি দেখা যায় না।
২)‌ ভেনু মাস ফ্যান ট্রিবিউট:‌ ভারতবর্ষে কোনও শিল্পী বা ব্যান্ডকে কখনও তাদের ফ্যানরা ভেনু মাস ট্রিবিউট দেয়নি। বিদেশে এটা খুবই পপুলার কালচার। তবে কলকাতা তো বটেই, ভারতেও এটা সম্ভবত প্রথম।
৩)‌ বাস্কিং:‌ বাস্কিংও ওয়েস্টার্ন কালচারে খুব কমন ব্যাপার হলেও কলকাতায় সবে শুরু হয়েছে এবং ঝড়ের গতিতে জনপ্রিয় হচ্ছে। এর আগে এত বড় কোনও ইভেন্টে বাস্কিংকে অন্তর্ভুক্ত করা হয়নি। এটাও এখানে নতুন ব্যাপার।
৪)‌ ফসিলসের মেগা কনসার্ট:‌  কেন এই কনসার্ট সবার চেয়ে আলাদা হতে চলেছে, সেটা দেখলে বুঝতে পারবেন। এটা আগে রিভিল করা হবে না। চমক হিসেবেই ধরে রাখা হচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube