সবরমতী এক্সপ্রেসের অন্তত ২০টি কামরা লাইনচ্যুত
সাম্প্রতিক সময়ে পরপর রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই জানা গিয়েছিল, রাঙাপানিতে রাতের অন্ধকারে লাইনচ্যুত তেলবহনকারী মালগাড়ি। তার কয়েকঘণ্টার মধ্যে ফের দুর্ঘটনার কবলে রেল। ঝাঁসি যাওয়ার পথে, উত্তরপ্রদেশের কানপুর ও ভীমসেন ষ্টেশনের মাঝে শুক্রবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সবরমতী এক্সপ্রেস, ১৯১৬৮-এর অন্তত ২০টি কামরা লাইনচ্যুত হয়। সেই সময় ওই ট্রেনে অন্তত ১৩০০ যাত্রী ছিলেন বলেও জানা গিয়েছে।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রাথমিকভাবে বোল্ডারে ধাক্কা খায় চাকা। তাতেই ঘটে বিপত্তি। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও কেউ আহত হননি। যাত্রীদের বসে করে দুর্ঘটনাস্থল থেকে অন্য স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনায় ওই লাইনের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।