আমাকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে বাধ্য করবেন না, নন্দীগ্রাম সফরের পর বললেন ধনখড়
নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সরাসরি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠুন। আমাকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে বাধ্য করবেন না।
এদিন ধনখড় বলেন, ‘আজ লক্ষ লক্ষ মানুষ আক্রন্ত। লক্ষ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আশ্রয় নিয়েছেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কী করেছেন? শীতলকুচিতে আপনি কোনও কিছু করতে বাকি রাখেননি। আপনি গণহত্যা বলেছেন। ঠান্ডা মাথায় খুন বলেছেন। আপনি ক্ষতিপূরণ দিয়েছেন। আপনি দ্রুত পুলিশ সুপারকে সাসপেন্ড করেছেন। আপনি কি এই লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা দেখেছেন? সেই সময় মেয়েদের দেখেছেন যাদের ধর্ষণ করা হয়েছে? যাদের বাড়ির লোকের মৃত্যু হয়েছে’?
এর পরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেন ধনখড়। বলেন, ‘ভারতের সংবিধানে একটা ক্ষমতা দেওয়া রয়েছে। সেই ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করবেন না। ঘুম থেকে উঠুন। রাষ্ট্র দ্বারা আয়োজিত সমর্থিত এই নৃশংস হিংসাকে রুখুন’।