শংকর মঠে শুরু হলো হাওড়া উৎসব মেলা।
মুর্শিদাবাদের বেলডাঙ্গা রামকৃষ্ণ মিশনে হামলা,ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ,ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃব্য আক্রমণ নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য রাজনীতি সহ সমগ্র বিশ্বে।ক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সনাতনী ধর্মাম্বলী মানুষেরা।
২৪ মে প্রতিবাদকে আরো জোরালো করে তুলতে তপ্ত রাজপথে খালিপায়ে শ্রীমায়ের বাড়ি থেকে কলকাতায় স্বামীজীর বাড়ি পর্যন্ত কয়েক হাজার সাধু- সন্ততি সহ সনাতনী ধর্মের মানুষেরা পথে নামেন।
এদিন বিশেষ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে রামরাজাতলা শংকর মঠে শুরু হলো হাওড়া উৎসব মেলা।বেদ স্তুতি পাঠ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করলেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ।
উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবাংশু দাস,সমাজসেবী সুকুমার বানু, মেলা কমিটির সম্পাদক সন্তোষ সরকার,যুগ্ম সম্পাদক সঞ্জীব সরকার প্রমুখ।
ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত ও কার্তিক মহারাজের প্রতি আক্রমণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ বলেন ভারতবর্ষের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। কার্তিক মহারাজ তার ব্যতিক্রমী নন। তিনিও ভারতের নাগরিক। তিনি ইচ্ছা করলে রাজনীতি করতেই পারেন।তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কার্ত্তিক মহারাজকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা একেবারেই শোভনীয় নয়।