+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু ৭৩ জনের, সংক্রমণেও নতুন রেকর্ড ১৬,৪০৩

নিজস্ব সংবাদদাতা - April 28, 2021 11:28 am - রাজ্য

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু ৭৩ জনের, সংক্রমণেও নতুন রেকর্ড ১৬,৪০৩

পশ্চিমবঙ্গে আরও ভয়াবহ রূপ দেখাল করোনা। একদিনে রাজ্যে মৃত্যু হল ৭৩ জনের। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। নতুন রেকর্ড করল দৈনিক সংক্রমণও।

মঙ্গলবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১৫। গত ২৪ ঘণ্টায় যে ৭৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে কলকাতার বাসিন্দা ২৪ জন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ১৩ জন মারা গিয়েছেন, হাওড়ায় ৮, দক্ষিণ ২৪ পরগনায় ৬, জলপাইগুড়ি, মালদহ এবং হুগলিতে ৪ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং পুরুলিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। দার্জিলিং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। যার ফলে মোট মৃত্যু বেড়ে হল ১১,০৮২। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন। সুস্থ হয়েছেন ১০,৬৬৪ জন। পরীক্ষা হয়েছে প্রায় ৫৫ হাজার করোনার নমুনা।

একদিনে করোনায় মৃত্যুতে এটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। সংক্রমণের নিরিখেও মঙ্গলবার হল নতুন রেকর্ড। দৈনিক সুস্থতা বাড়লেও সংক্রমণ বাড়ায় অ্যাক্টিভ কেস বৃদ্ধির হারে তেমন কোনও রকমফের হল না এদিনও। এদিন অ্যাকটিভ কেস বাড়ল ৫,৬৬৬। যার ফলে ১ লক্ষ পার করল অ্যাকটিভ রোগীর সংখ্যা। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হল ১,০০,৬১৫।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube