+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

স্বস্তি ফিরল দক্ষিণ ভারতে।

নিজস্ব সংবাদদাতা - June 8, 2023 2:15 pm - দেশ

স্বস্তি ফিরল দক্ষিণ ভারতে।

ঘূর্ণাবর্ত ও ঘূর্ণিঝড়ের বাধা কাটিয়ে অবশেষে মৌসুমী বায়ু ঢুকতে চলেছে কেরলে। শুক্রবার কেরলে বর্ষা ঢুকতে পারে। তার আগেই সেই রাজ্যে শুরু প্রাক-বর্ষার বৃষ্টি।

মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে কেরলে ভারী বৃষ্টি শুরু হবে। আগামী ৫ দিন কেরলে ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কর্ণাটক ও বেঙ্গালুরুতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর কারণে মুম্বই, গোয়া, কর্ণাটক, কেরলে আগেই সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। ১২ জুন পর্যন্ত এই রাজ্যের উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। ঘণ্টায় ১৭০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার পরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube