ষষ্ঠী থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস
দ্বিতীয়, তৃতীয়া থেকেই জনজোয়ার কয়েকটি বড় পুজোর প্যান্ডেলে। আগেভাগেই প্যান্ডেল হপিং শুরু করেছেন সাধারণ মানুষ। কারণ, ষষ্ঠী থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকাল থেকেই গুমোট ভাব বজায় থাকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও, ষষ্ঠী থেকেই দুর্যোগের আশঙ্কা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১ অক্টোবর পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর কারণেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ষষ্ঠী থেকেই মাঝারি বৃষ্টি শুরু হবে। সপ্তমী, অষ্টমী, নবমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।