+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দুরন্ত শতরান করলেন শ্রেয়স আইয়ার।

নিজস্ব সংবাদদাতা - November 26, 2021 11:12 am - খেলা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দুরন্ত শতরান করলেন শ্রেয়স আইয়ার।

চিত্র সৌজন্যে: Sky Sports

টেস্ট ক্রিকেটে অভিষেকেই বাজিমাত। কানপুরের গ্রিন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দুরন্ত শতরান করলেন শ্রেয়স আইয়ার। বিশ্বের ১১০ তম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতের ১৬ তম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন। ১০৫ রানে থামলেন শ্রেয়স। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বী শ, সৌরভ গাঙ্গুলি, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিং, বীরেন্দ্র শেহবাগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিংয়ের।  ভারতের হয়ে প্রথম এই নজির গড়েন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন তিনি। অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রানের রেকর্ড ধাওয়ানের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ১৮৭ রান করেন তিনি। শ্রেয়সের আগে ভারতের হয়ে শেষবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন পৃথ্বী। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন তিনি। অর্থাৎ তিন বছর পরে ভারতীয় ক্রিকেটে ফের অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন শ্রেয়স। এদিকে, রানের হিসেবে ভারতীয়দের মধ্যে ধাওয়ানের পরে রয়েছেন রোহিত (১৭৭), বিশ্বনাথ (১৩৭), পৃথ্বী (১৩৪), সৌরভ (১৩১), সুরিন্দর অমরনাথ (১২৪), রায়না (১২০), লালা অমরনাথ (১১৮), বেগ (১১২), আজহার (১১০), শোধন (১১০), হনুমন্ত (১০৫), শেহবাগ (১০৫), আমরে (১০৩), কৃপাল (১০০)। এর মধ্যে আজহারের আবার প্রথম তিনটি টেস্টে শতরানের নজির রয়েছে। সৌরভ প্রথম দু’টি টেস্টেই করেছিলেন শতরান।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube