সাতসকালে ভবানীপুরের রাস্তায় নেমে পড়লেন কলকাতার পুর প্রশাসক।
হাইভোল্টেজ ভবানীপুর নির্বাচন। একদিকে মমতা ব্যানার্জি। অন্যদিকে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর এই মহারণকে ঘিরে ভোরবেলা থেকেই ময়দানে নেমে পড়েছেন দুই শিবিরের নেতানেত্রীরা।
প্রচার পর্বের শুরু থেকেই ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ভোটের দিন সকালেও একই ছবি দেখা গেল। সাতসকালে ভবানীপুরের রাস্তায় নেমে পড়লেন কলকাতার পুর প্রশাসক। তাঁর লক্ষ্য ভোটারদের সকাল সকাল বুথমুখী করা। কারণ বৃষ্টির আশঙ্কা। তবে স্বস্তির খবর আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবুও ফিরহাদের গলায় যেন আশঙ্কা, ‘আশা করছি, আজ বৃষ্টি হবে না। কিন্তু প্রকৃতির সঙ্গে তো আর লড়া যাবে না।’
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও জমি ছাড়তে নারাজ। ভোর সাড়ে পাঁচটা থেকেই আসরে নেমে পড়েছেন তিনি। প্রথমেই তিনি যান ভবানীপুর কলেজে। সেখান থেকেই বুথে বুথে গিয়ে এজেন্ট এবং কর্মীদের অভয় দেওয়া শুরু করেছেন। ভোটের ফল নিয়ে তাঁর প্রত্যয়ী ঘোষণা, ‘আমি সবকিছু মানুষের উপর ছেড়েছি।’ বিজেপি প্রার্থী একাধিক বুথে গিয়ে তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সেখানে তাঁদের এজেন্টকে বসতে দিচ্ছে না। যদিও শাসকদলের দাবি, সাংগঠনিক দুর্বলতার জন্যই এজেন্ট দিতে পারছে না বিজেপি।