+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সাট্টা বাজারের হিসাব অনুযায়ী এবার নির্বাচনে কত আসন পেতে পারে কংগ্রেস বা বিজেপি?

নিজস্ব সংবাদদাতা - May 20, 2024 1:50 am - রাজ্য

সাট্টা বাজারের হিসাব অনুযায়ী এবার নির্বাচনে কত আসন পেতে পারে কংগ্রেস বা বিজেপি?

ফালোদি সাট্টা বাজারের হিসাব অনুযায়ী এবার নির্বাচনে কত আসন পেতে পারে কংগ্রেস বা বিজেপি?

ফালোদি সাট্টা বাজারের অনুমান অনুযায়ী এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৬০ থেকে ৬৩ আসন। ভোটের ট্রেন্ডিং দেখে এমনটাই অনুমান করা হচ্ছে।

কত আসন পেতে পারে বিজেপি?
অযোধ্য়ায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি রক্ষা করাতে এবারের লোকসভা নির্বাচনে অন্য়তম হাতিয়ার করেছে বিজেপি। এবারের বিজেপির স্লোগান ‘অবকি বার ৪০০ পার’। লোকসভা নির্বাচনের আগে বিজেপির ৩২০টি আসন পাবে বলে দাবি করেছিল ফালোদি সাট্টা বাজার। তবে বর্তমানে ভোটের ট্রেন্ড থেকেই সেই অনুমানে সামান্য সংশোধন করা হয়েছে। বর্তমানে ফালোদি সাট্টা বাজারের অনুমান, বিজেপির জয়ী আসন সংখ্যা এবার ৩০০-তেও নেমে আসতে পারে। নির্বাচনে জয়-পরাজয়ের মূল্য নির্ধারণ করা হয় প্রার্থীর মুখ, নির্বাচনী সমাবেশে সমর্থকদের ভিড় এবং দলের মর্যাদাসহ জাত সমর্থনের কথা মাথায় রেখে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube