শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিক ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
৪ঠা নভেম্বর রাত ৯.২২ মিনিট নাগাদ পি,জি ,হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিক ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।
গত ২৪ অক্টোবর শারীরিক পরীক্ষার জন্য তিনি এই হাসপাতালে যান। তখনই চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। আর সেই দিন থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল সিনিয়র এই তৃণমূল নেতার। তার দীর্ঘদিনের ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যা রয়েছে। কিন্তু সম্প্রতি তা বেশ কিছুটা প্রকট হয়ে ওঠে। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিন পরই সুব্রত মুখার্জিকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। প্রথমে তাকে রাখা হয় উডর্বান ইউনিটের আইসিসিইউতে, পরে তাকে স্থানান্তরিত করা হয় কার্ডিওলজি বিভাগের আইসিইউতে। দুদিন আগে তার শরীরের স্টেন্ট বসানো হয়েছিল।