হাওড়ার শিবপুর মন্দিরতলায় ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০তম জন্মদিবস পালন করা হয়।
মঙ্গলবার হাওড়ার শিবপুর মন্দিরতলায় মর্মর মূর্তিতে মাল্যদান এবং স্মৃতিচারণের মাধ্যমে ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০তম জন্মদিবস পালন করা হয়। স্মরণ করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য, দেশবিভাগকালে হিন্দু বাঙালির বাসভূমি পশ্চিমবঙ্গের স্রষ্টা, দেশের প্রথম শিল্পমন্ত্রী এবং কাশ্মীরের সম্পূর্ণ ভারতভুক্তির পুরোধা সংগ্রামীরূপে তাঁর অনন্য অবদানের কথা। দাবি ওঠে শ্যামাপ্রসাদের রহস্যমৃত্যুর তদন্ত কমিশনেরও। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতি, হাওড়া আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা করেন শঙ্কর মণ্ডল, মানস নাগ প্রমুখ। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন পিনাকী মুখোপাধ্যায় এবং স্বরচিত কবিতা পাঠ করেন পঞ্চানন চট্টোপাধ্যায়।