গাছ কাটা রুখতে শ্যামপুরে চিপকো ধাঁচে আন্দোলন
হাওড়া. এলাকায় গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে শ্যামপুরে আন্দোলন গ্রামবাসীর। তারা জানিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের প্রাণ বাঁচাতে হবে। তাই তারা আন্দোলনে সামিল হয়েছেন।শুধুমাত্র গাদিয়াড়া পর্যটন কেন্দ্রের উন্নতির জন্য রাস্তা সম্প্রসারণের নামে গাছ কাটা চলবে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিকল্প গাছ বসানোর আশ্বাস দেওয়া হয়েছে।
হাওড়া জেলার অন্যতম পর্যটনস্থল শ্যামপুরের গাদিয়াড়া। ফি বছর শীতকালে হাজার হাজার পর্যটক গাদিয়াড়াতে আসেন নদীর সৌন্দর্য উপভোগ অথবা পিকনিক করতে। কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। এর ফলে গাদিয়ারা পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য শ্যামপুর মোড় থেকে গাদিয়ারা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হবে। এর জন্য কাটা হতে চলেছে রাস্তার দু ধারে প্রায় ৩৭০ টি ছোট ও বড় গাছ। তাদের মধ্যে কুড়ি পঁচিশ বছর বয়সের বট, অস্বথ্য, শিরিষ এবং দেবদারু গাছ রয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত গাছ কাটা হবে তা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকারের পূর্ত দফতরের কর্মীরা। তারা গাছে সাদা রং দিয়ে চিহ্নিতকরণ এর কাজ করছেন। এই প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন পরিবেশ কর্মীরা। তারা লাগাতার আন্দোলন শুরু করেছেন। ইতিমধ্যেই শ্যামপুরে মিটিং এবং সাইকেল মিছিল করেছেন পরিবেশ কর্মীরা। গাছের গায়ে কালো কাপড় দিয়ে পোস্টার লাগানো হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ সম্পর্কিত বিভিন্ন গণসংগঠনের কর্মীদের দাবি উন্নয়নের জন্য রাস্তা সম্প্রসারণ হোক তবে তা গাছ বাঁচিয়ে। একটি গাছের বদলে যেন চারটি গাছ লাগানো হয়। এই দাবিতে তারা পথে নেমেছেন।
অন্যদিকে শ্যামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক কালিপদ মন্ডল জানিয়েছেন গাদিয়াড়া পর্যটন কেন্দ্রের উন্নতির জন্য শ্যামপুর মোড় থেকে গাদিয়াড়া পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পর্যটন কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নে যেটা খুবই দরকার। না হলে পথ দুর্ঘটনা বাড়তে পারে। তাঁর দাবি প্রায় ৩৭০ টি গাছ কাটা পড়বে। তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রাস্তার দু ধারে তিন তিন ছয় ফুটের জায়গায় যাতে দুই দুই চার ফুট করে জায়গা নেওয়া হয় তার জন্য বলা হয়েছে। এছাড়াও গাছ কাটা পড়লে তার পরিবর্তে হাজার হাজার গাছও লাগিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
আদিবাসী এলাকায় গাছ কাটার বিরুদ্ধে একটা সময় মধ্যপ্রদেশে শুরু হয়েছিল চিপকো আন্দোলন। আদিবাসীরা গাছকে বুকে জড়িয়ে গাছ কাটায় বাধা দিয়েছিলেন। পরিবেশ বাঁচাতে শ্যামপুরে শুরু হয়েছে একই ধরনের আন্দোলন। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়।