বুধবার বেশ রাত করে বাড়ি ফেরেন সিদ্ধার্থ। এদিন তাঁর বহুমুল্য গাড়ির রিয়ার গ্লাস ভাঙা ছিল।
বৃহস্পতিবার সকালেই টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়ে গোটা দেশ। ৪০ বছর বয়সে আচমাকই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান বিগবস খ্যাত সিদ্ধার্থ। এবার ফের তাঁর মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে জল্পনা। সূত্রের খবর, বুধবার বেশ রাত করে বাড়ি ফেরেন সিদ্ধার্থ। এদিন তাঁর বহুমুল্য গাড়ির রিয়ার গ্লাস ভাঙা ছিল। তাঁর প্রিয় গাড়ির অবস্থা বেশ সঙ্গীন ছিল। বাড়ি ফেরার পর একটি ওষুধ খেয়ে ঘুমোন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সিদ্ধার্থকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবার। সেখানে পৌঁছলে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা জানান, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার। এখন প্রশ্ন উঠছে সিদ্ধার্থের পছন্দের গাড়িটির ঐ অবস্থা হল কিভাবে? তবে কি কারুর সাথে বচসায় জড়িয়েছিলেন অভিনেতা। তাই নিয়ে চিন্তায় ছিলেন তিনি? ঘুমের ওষুধই খেয়েছিলেন সিদ্ধার্থ, আর সেই জন্যেই মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।