শিলিগুড়িতে CPI(M) এর অবস্থান বিক্ষোভ
CPI(M) এর অবস্থান বিক্ষোভ
আজ শিলিগুড়িতে CPI(M) ডাবগ্রাম এরিয়া কমিটি ৩ এর পক্ষ থেকে পেট্রোল, ডিজেল,রান্নার গ্যাস,সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে,SSC তে
স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবীতে, এবং
রাজ্য সরকারের দূর্নীতি গ্রস্ত নেতা-মন্ত্রীদের গ্রেফতার করে শাস্তির দাবী সহ একাধিক দাবিতে
শিলিগুড়ি ৩৯নং ওয়ার্ড হায়দরপাড়া বাজারে
সকাল-১০টা থেকে দুপুর-১টা পর্যন্ত
অবস্থান বিক্ষোভ কর্মসূচী করা হয়।
আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন
CPI(M) দার্জিলিং জেলা কমিটির সদস্য গনেশ ঘোষ, CPI(M) ডাবগ্রাম এরিয়া কমিটি-৩এর সম্পাদক দীপঙ্কর সাহা, তীর্থঙ্কর ভট্টাচার্য, যুবনেতা শঙ্কর সাহা, গোপাল পাল,সভাপতিত্ব করেন অরুন পাল।