শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন চারজন
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন চারজন এমনটাই অভিযোগ।শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে এই ঘটনা ঘটেছে। মাথাভাঙা হাসপাতালে তাঁদের ময়নাতদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও ৪ ব্যক্তি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতরা সকলেই তাঁদের সমর্থক বলে দাবি তৃণমূলের।
চতুর্থ দফার ভোট শুরুর পর থেকেই উত্তপ্ত হতে শুরু করে এলাকা। বছর আঠেরোর প্রথম ভোটার এক যুবকের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ওই তরুণকে বিজেপি সমর্থক বলে দাবি করা হয়।
গুলি চালনার ঘটনা প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি হোম মিনিস্টার অমিত শাহ চক্রান্ত করছেন। সিআরপিএফকে বিজেপির হয়ে কাজ করতে হচ্ছে। বিজেপি জেনে গিয়েছে ওরা হারবে। তাই নানারকম অশান্তি ছড়াচ্ছে। আমাদের কর্মীদের গুলি করে মারছে। সাধারণ মানুষকে মারছে।”
অন্য দিকে, বিজেপি নেতা নিশীথ প্রামাণিক গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা।