+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

স্মার্ট ফোন প্রদান

নিজস্ব সংবাদদাতা - June 22, 2021 9:33 am - কোথায় কি হচ্ছে!

স্মার্ট ফোন প্রদান

১৯শে জুন হাওড়া যোগেশ চন্দ্র বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের মেধাবী ও দুস্থ ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো স্মার্টফোন। শিক্ষক ও শিক্ষা সহায়ক সকল কর্মীরা মিলে ২০ জন ছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার এই দায়িত্ব নেন। আমন্ত্রিত ব্যক্তিবর্গের হাত দিয়েই স্মার্টফোন প্রদান করা হয় ছাত্রীদের কাছে। শুধু তাই নয় ৩৫ জন ছাত্রীদের ফোন রিচার্জ করে দেওয়া হয় এবং প্রতিমাসে রিচার্জ করে দেওয়ার সংকল্প নেওয়া হয়। অনুষ্ঠানে মাননীয় সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়
মহাশয়কে সম্বধর্না জ্ঞাপন  করা হয়। এ ছাড়া মঞ্চ আলোকিত করেন বিশিষ্ট ব্যক্তি বর্গ -স্কুল পরিচালন কমিটির সভাপতি -ডাঃ সুজয় চক্রবর্তী, ডাঃ সুশোভন মন্ডল, পঞ্চানন ঘোষাল, পামেলা দত্ত (সভাপতি রোটারি ক্লাব), শান্তনু সিনহা (জেলাপরিদর্শক), প্রধান শিক্ষিকা প্রমুখ। ডঃ শুভ্রা চক্রবর্তী জানালেন , ” করোনা আবহাওয়া তে মেয়েরা বিদ্যালয়ে আসতে পারছেনা। পড়াশুনা হচ্ছে অনলাইনে। আর যাদের অর্থ নেই -তাদের হাতে ফোন তুলে দিতে পেরে আমরা সবাই খুব খুশি। হাওড়া জেলায় এই কর্মসূচি পালিত হল আমাদের বিদ্যালয় প্রথম।” পাপড়ি চ্যাটার্জী-র অনুষ্ঠান সঞ্চালনা এক অন্য মাত্রা যোগ করেছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube