+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রথম দফার ৩০টি আসনে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা - March 9, 2021 9:30 am - রাজ্য

প্রথম দফার ৩০টি আসনে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ৩০টি আসনে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ২৭ মার্চ প্রথম দফায় জঙ্গলমহলের ৪ জেলায় ভোটগ্রহণ হবে। প্রতিটি বুথে আধাসেনা মোতায়েন করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আগামী ২৭ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাংশে হবে ভোটগ্রহণ। মঙ্গলবার শেষ হবে ওই দফার মনোনয়নের পালা। তার আগে প্রথম দফার ৩০টি আসনের প্রতিটিকে স্পর্শকাতর ঘোষণা করল কমিশন। অর্থাৎ এই সমস্ত বুথে থাকবে বাড়তি নিরাপত্তা ও ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা। জানা গিয়েছে, প্রথম দফার নির্বাচনের আগে রাজ্যে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কমিশন। তবে তার মধ্যে কতটা বাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তায় ব্যবহার করা হবে তা জানা যায়নি।

রাজ্যে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে প্রথম থেকেই উদ্যোগী হয়েছে কমিশন। সূত্রের খবর, রাজ্যে মোট ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে কমিশন। আট দফার নির্বাচন শেষ পর্যন্ত রক্তপাতহীন করানো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube