আগামী পাঁচ দিন শহরে উত্তরে হাওয়া ঢোকার প্রক্রিয়া চলবে।
শুরু হয়েছে উত্তুরে হাওয়ার দাপট। শীত এখনও না এলেও সকালের দিকে বেশ ঠাণ্ডা অনুভব করছে রাজ্যবাসী। রবিবারের সকাল উপভোগ করছে সকলেই। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত চারদিনে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি। ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের দিকে খুব একটা তাপমাত্রা বাড়বে না। স্বাভাবিকের আশেপাশেই থাকবে। আগামী পাঁচ দিন শহরে উত্তরে হাওয়া ঢোকার প্রক্রিয়া চলবে। যার ফলে কালীপুজো ও ভাইফোঁটায় শীতের কিছুটা আমেজ থাকবে। সকালে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। যার ফলে আগামী কয়েকদিন আগাম শীতের কিছুটা আঁচ পাবে রাজ্যবাসী।