সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ।
হু হু করে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বসন্তে মুখ ভার আকাশে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। বাদ যাবে না কলকাতাও। তবে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্যভারত থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর–পূর্ব ভারত পর্যন্ত একটি অক্ষরেক্ষা তৈরি হয়েছে। তার টানেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এটি ঘনীভূত হয়ে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। তার জেরেই হবে বৃষ্টি।
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অল্পস্বল্প বৃষ্টি হবে এদিন মহানগরীতে। গতকাল থেকেই শহরে তাপমাত্রা বেশ বেশির দিকে ছিল। বিশেষত রাতের দিকে। একটু ভ্যাপসা ভাবও লক্ষ্য করা গিয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
শুক্রবার কলকাতা লাগোয়া জেলাতেও হবে বৃষ্টি। শনিবার ফের বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। যেমন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কিছুটা কমবে বৃষ্টি। রবিবার থেকেই পরিষ্কার হবে আকাশ। তবে নতুন করে তাপমাত্রা আর কমবে না। এমনকী উত্তরবঙ্গেও।