সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে।
রবিবার সকাল থেকে আকাশ কালো করে মেঘ । সকাল থেকেই একপ্রকার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি দক্ষিণবঙ্গে। চলবে সোমবার পর্যন্ত। একটা কিংবা দুটো জেলা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডে যাবে। এর প্রভাবেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
নদিয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে উত্তাল হবে সমুদ্র। ইতিমধ্যেই, এই প্রসঙ্গে বিশেষ সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।