+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সোমবার থেকে কলকাতায় সব কোভ্যাক্সিন টিকা কেন্দ্র বন্ধ থাকছে।

নিজস্ব সংবাদদাতা - September 13, 2021 1:17 am - রাজ্য

সোমবার থেকে কলকাতায় সব কোভ্যাক্সিন টিকা কেন্দ্র বন্ধ থাকছে।

রাজ্যের হাতে যথেষ্ট কোভ্যাক্সিন টিকা নেই। কেন্দ্র সরকারের তরফে যথেষ্ট টিকা এসে পৌঁছয়নি। তাই আগামীকাল, সোমবার থেকে কলকাতায় সব কোভ্যাক্সিন টিকা কেন্দ্র বন্ধ থাকছে। রবিবার জানিয়ে দিল পুরসভা। তবে কোভিশিল্ড আগের মতোই দেওয়া হবে।
একটি বিবৃতি দিয়ে এদিন কলকাতা পুরসভা জানাল, কেন্দ্রীয় সরকারের থেকে পর্যাপ্ত পরিমাণে কোভ্যাক্সিন টিকা আসেনি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কোভ্যাক্সিন দেওয়া। এর ফলে বিপাকে বহু মানুষ। বিশেষত, যাঁরা প্রথম ডোজ কোভ্যাক্সিন নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের সময় হয়ে এসেছে।
চিকিৎসকরা বারবার বলছেন, করোনা প্রতিরোধের সবথেকে কার্যকর উপায় হল টিকাকরণ। সেই টিকাকরণেই এবার ধাক্কা খেল। আগস্টে এদেশে টিকাকরণের হার আশাতীত ছিল। এবার সেই হারই কমবে কিছুটা। কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে, রাজ্যে এখনও করোনার টিকা পেয়েছেন ৪ কোটি ৭১ লক্ষ ৭৩ হাজার ৫৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে টিকা পেয়েছেন ৫ লক্ষ ৬১ হাজার ৮১৭ জন।
রবিবার স্বাস্থ্য দপ্তর যে তথ্য দিয়েছে, তাতে দেখা গেল, গত এক দিনে রাজ্যে করোনা সংক্রামিত ৭৫১ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১০০–এর বেশি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube