কলকাতা পুরভোটের সমস্ত বুথেই থাকবে সিসিটিভি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা পুরভোটের সমস্ত বুথেই থাকবে সিসিটিভি, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সব বুথ এবং স্ট্রংরুমে সিসি ক্যামেরা বসাতে হবে। প্রসঙ্গত, পুরভোটে স্পর্শকাতর বুথ-সহ মোট ২৫ শতাংশ বুথে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সবকটি বুথে সিসি ক্যামেরা বসানোর দাবিতে মামলা করেছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিল হাইকোর্ট। উল্লেখ্য, কলকাতায় মোট ৪ হাজার ৮৪২টি বুথ রয়েছে। এছাড়াও রয়েছে অতিরিক্ত ৩৬৫টি বুথ রয়েছে। সেই সমস্ত বুথ-সহ স্ট্রংরুমেও সিসিটিভি বসবে। এদিকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। আজ দুপুরেই সেই মামলার শুনানি হবে।