অন্ধ্র-ওড়িশা উপকূলে শনিবার সকালে আছড়ে পড়বে ‘জাওয়াদ’।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে শনিবার সকালে আছড়ে পড়বে ‘জাওয়াদ’। আর তার জেরে শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায়। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায়। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও মালদায়। এর প্রভাবে শনিবার থেকে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। এদিকে ১২ জেলায় ইতিমধ্যেই এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। তৎপরতা দেখা গিয়েছে সুন্দরবন প্রশাসনেরও। এলাকায় করা হচ্ছে মাইকিং।