+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আচমকাই শারীরিক অবস্থার অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর

নিজস্ব সংবাদদাতা - November 14, 2020 12:38 am - কলকাতা

আচমকাই শারীরিক অবস্থার অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর

অত্যন্ত আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। অভিনেতার মস্তিষ্ক খুব অল্পমাত্রায় কাজ করছে, হার্ট ভালভাবে কাজ করছে না, হার্ট রেট অনেকটা বেড়ে গিয়েছে। আগামী ১২ থেকে ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। আজ ফের করা হয়েছে ডায়ালিসিস। হাসপাতাল সূত্রে খবর , সৌমিত্রর কিডনি ঠিকমত কাজ করছে না। প্লাজমাফেরেসিসেও কোনও উন্নতি হয়নি। আগামীকাল আবার হবে প্লাজমাফেরেসিস।

গত এক মাসের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তরোগ বিশেষজ্ঞ সৌম্য মুখোপাধ্যায় বলছেন, ‘প্লাজমাফেরোসিস হল বিশেষ যন্ত্র দিয়ে রক্ত থেকে প্লাজমা বের করে শুদ্ধ করে আবার ঢোকানোর পদ্ধতি। এনসেফ্যালোপ্যাথি থাকলে এটা করতে হয়। বর্তমানে ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র, বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রা। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিসও করতে হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube