স্পর্শকাতর বুথের তালিকা
আজ পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। পঞ্চায়েত ভোটের জন্য় লেহ্ থেকে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
স্পর্শকাতর বুথগুলিকে অগ্রাধিকার। স্ট্রং রুমে মোতায়েন ১ কোম্পানি বাহিনী। সবচেয়ে বেশি ৪৫ কোম্পানি বাহিনী মোতায়েন মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগনায় মোতায়েন ৩৫ কোম্পানি। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্য়দিকে, ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে সংগ্রামী যৌথ মঞ্চও। সব জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
স্পর্শকাতর বুথের তালিকা
মোট বুথ ৬১ হাজার ৬৩৬
স্পর্শকাতর বুথ ৪ হাজার ৮৩৪ (৮%)
ভোট হচ্ছে না ১ হাজার ৪৩ বুথে
ভোটগ্রহণ হবে ৬০ হাজার ৫৯৩ বুথে
আলিপুরদুয়ারে ১,২১২ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২
বাঁকুড়ায় ৩,১০০ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ১১৬
বীরভূমে ২,৭৬৮ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২২৮
কোচবিহারে ২,৩৮৫ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৩১৭
মুর্শিদাবাদে ৫,৪৩৮ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৫৪১
উত্তর ২৪ পরগনায় ৪,৫৩২ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২৫৮
দক্ষিণ ২৪ পরগনায় ৬,২২৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২৫৮