“শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র” ও “এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ও যুবশ্ৰী নতুন ভবন শুভ উদ্বোধন
হাওড়া, শরৎ সদন ২৩সে মে সোমবার, এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের শ্রম দপ্তরের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের প্রাপ্য সুবিধার্থে হাওড়া পৌরনীগমের কেন্দ্রীয় কার্যালয় ভবনে নবনির্মিত “শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র” এবং “এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ও যুবশ্ৰী সহায়তা কেন্দ্র” দুটির শুভ উদ্বোধন হল, উদ্বোধন করলেন, মন্ত্রী অরূপ রায় সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, প্রধান অতিথি ছিলেন বেচারাম মান্না রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত) শ্রম দপ্তর, সংসদ প্রসূন ব্যানার্জী, এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধি এবং শ্রম দপ্তরের আধিকারিকগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ সুজয় চক্রবর্তী প্রশাসক পর্ষদ, হাওড়া পৌরনিগম।
জানা গেলো অসংগঠিত শ্রমিকের সংখ্যা, ৬ লক্ষ ৮৬ হাজার জন। উপভোক্তার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার।
পেনশন প্রাপকের সংখ্যা (নির্মাণ কর্মী), ১৯১১, (পরিবহন কর্মী), ১০১, এদের মধ্যে থেকে প্রায় ২০-২২ জন পুরুষ ও মহিলাদের আর্থিক সাহায্য প্ৰদান করা হয়, মন্ত্রী, সংসদ, বিধায়িকা পৌরসভার অধিকারিকরা প্রশাসনের কর্মকর্তাদের হাত দিয়ে তুলে দেওয়া হয়। সর্বশেষ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।