এবার অভয়ার বিচার চেয়ে পথে প্রতিবাদে সামিল হাওড়া এর স্কুল গুলি
আর জি করের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার দেশজুড়ে প্রতিবাদ চলছে। এক বুধবার ছিল রাত দখলের কর্মসূচি। কলকাতা থেকে শুরু করে প্রায় সব জেলায় কেউ মশাল, কেউ মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন মহিলারা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে তাঁরা স্লোগান তোলেন। সবার মুখে শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’, বিচার চাই।
সাধারণ মানুষ তথা মহিলাদের সেই স্বতঃস্ফূর্ত মিছিলের পর ২৩ সে অগাস্ট এবার বিচার চেয়ে পথে প্রতিবাদে সামিল হাওড়া এর স্কুল গুলি, ব্যাঁটরা এম এস পি সি হাই স্কুল, রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় ও ব্যাঁটরা পি এল এস এন গার্লস স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তনী দের উদ্যোগে আর জি কর কান্ডের দ্রুত বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল টি ব্যাঁটরা রাজলক্ষ্মী বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে পাওয়ার হাউস মোড়ে গিয়ে শেষ হয়।