শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব ঘুচিয়ে ফেললেন অভিষেক, ঘুরে গেল খেলা
শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর কোন পথে হাঁটবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শুভেন্দু ২৪ ঘণ্টা আগেই বলেছিলেন, এবার সেই পথেই হাঁটব যে পথে গেলে আমাকে আর হোঁচট খেতে হবে না। তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা। শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বৈঠকে গলল বরফ। তৃণমূলের দাবি, শুভেন্দু দলেই থাকছেন।
অভিষেক-পিকের সঙ্গে শুভেন্দুর বৈঠকে রফা
সৌগত রায়ের সঙ্গে শুভেন্দুর বৈঠকের কথা শনিবারও উঠেছিল। কিন্তু তা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে শুভেন্দুর বৈঠক হবে, তা ভাবেনি রাজনৈতিক মহল। সৌগত রায় উভয়কে পাশাপাশি বসিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন। সৌগত রায় বলেছেন, জরুরি ছিল উভয়কে মুখোমুখি বসানো।